Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
A
Details

মোঃ রানা হোসেন এর সফলতার কাহিনী

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাশ গ্রামের মোঃ রানা হেসেন মাছ চাষ করে সফলতা অর্জন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন । পড়াশুনা শেষ করে অন্য কোন পেশায় না গিয়ে ঝুঁকে পরেন মাছ চাষের দিকে। মোঃ রানা হোসেন খাদাশ কৃষক সমবায় সমিতির একজন সদস্য। তাঁর বাবা একজন কৃষক। তিনি বিআরডিবি এর আওতায় আবর্তক কর্মসূচি থেকে খাদাশ কৃষক সমবায় সমিতি হতে ঋণ গ্রহণ করেন। তিনি প্রথমবারের মত ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা ঋণ গ্রহণ করেন। তিনি ঋণের অর্থ এবং তাঁর নিজস্ব কিছু অর্থ দিয়ে তাঁর সামান্য জলাশয়ে মাছ চাষ শুরু করেন। প্রথমে মাছ চাষ করে লাভের মুখ দেখতে পান তিনি। পরবর্তীতে ২৫,০০০/- (পঁচিশ হাজার), ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) এবং ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা ঋণ গ্রহণ করেন। তিনি তাঁর ঋণের সমুদয় টাকা সঠিক সময়ে পরিশোধ করেন। টাকার অভাবে যখন মাছ চাষ করতে পারছিলো না তখন তিনি কোভিড-১৯ পল্লী উদ্যেক্তা ঋণ তহবিল হতে ২৯/০৬/২০২২ খ্রিঃ তারিখে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ঋণ গ্রহণ করে। পরবর্তীতে আবারো তিনি পল্লী উদ্যেক্তা ঋণ তহবিল হতে ০২/০৭/২০২৪ খ্রিঃ তারিখে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ঋণ গ্রহণ করেন। মোঃ রানা হোসেন বাবার জমিতে ২টি মাত্র পুকুর দিয়ে মৎস্য চাষ শুরু করেন। মৎস্য চাষ করে যখন তার আর্থিক অবস্থা ভালো হতে থাকে তখন তিনি এলাকার বিভিন্ন জনের কাছ থেকে পরিত্যাক্ত ও অনাবাদি জমি খাজনা নিয়ে তার খামারকে প্রসারিত করতে থাকেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এগিয়ে চলেছেন শুধু সামনের দিকে। বর্তমানে মোঃ রানা হোসেন মৎস্য খামারে ১০ (দশ) বিঘা জমিতে পুকুর রয়েছে ৮(আট) টি। রানা খাদাশ গ্রামের একজন আদর্শ ও প্রতিষ্ঠিত  মৎস্য চাষি। রানার দেখা দেখি তার এলাকা ও আশপাশের বেকার যুবকেরা পরামর্শ নিয়ে মৎস্য চাষ শুরু করেছে। যারা তার দেখাদেখি শুরু করেছিলেন আজ তারা বেশ ভালো অবস্থানে আছেন। তার খামারে প্রতিদিন প্রায় ০৮-১০ জন শ্রমিক নিয়মিত কাজ করে দেশের এবং জনসাধারনের কথা চিন্তা করে এদেশের মানুষের পুষ্টির যোগান দিতেই বেকার যুবকদের মৎস্য চাষে উৎসাহিত করে তুলেছেন। তিনি মাছ চাষ করে একাই স্বাবলম্বী হয়ে থেমে থাকেন নি। বেকার যুবকদের স্বাবলম্বী করতে সহযোগিতা করছেন। শুধুমাত্র মাছ চাষ করেই তিনি হয়েছেন কয়েক লাখ টাকার মালিক। সেই সাথে দেশের মানুষের পুষ্টির যোগানও দিচ্ছেন। এসব কিছুর জন্য তিনি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও বিআরডিবি‘র কাছে কৃতজ্ঞ।

Images
Attachments
Publish Date
26/01/2025
Archieve Date
01/01/2036